Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নোবিপ্রবি কৃষি বিভাগের ২য় ব্যাচের বিদায় অনুষ্ঠিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ১০:৪৪ AM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ১০:৪৪ AM

bdmorning Image Preview


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) কৃষি বিভাগের ২য় ব্যাচের বিদায় অনুষ্ঠান হাজী ইদ্রিস আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে কৃষি বিভাগের চেয়ারম্যান ড. আতিকুর রহমান ভুইঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।

অনুষ্ঠানে উপাচার্য ২য় ব্যাচের গ্র্যাজুয়েটদের মধ্যে ক্রেস্ট বিতরণ করেন এবং উপাচার্যকে বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এম অহিদুজ্জামান বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন হবার পর দেশের কৃষি সেক্টরে প্রথম উন্নত করার চেষ্টা করেছেন। কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দিয়েছেন।

তিনিআরো বলেন, "আগে এ বিভাগের নাম কোস্টাল এগ্রিকালচার ছিল। আমি শিক্ষার্থীদের চাকরির সেক্টর বিবেচনা করে বিভাগের অনুরোধ ছাড়াই নিজ উদ্যোগে নাম পরিবর্তন করে শুধু কৃষি করেছি ।

আর আমিফ্যাকাল্টির ব্যাপারে কথা বলেছি আগামী সপ্তাহে নিজে ইউজিসিতে গিয়ে অনুমতি নিয়ে আসার চেষ্টা করব"।

পরে কৃষি বিভাগের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Bootstrap Image Preview