Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গাইবান্ধায় তিনদিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

ফরহাদ আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৫:২৭ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৫:২৭ PM

bdmorning Image Preview


মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম জনগোষ্ঠীর মাঝে তুলে ধরতে সারাদেশের ন্যায় গাইবান্ধায় তিনদিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এই মেলার উদ্ভোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে বেলুন উড়িয়ে মেলা উদ্ভোধন করা হয়। এসময় জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ মাহাবুব আরা বেগম গিনি, পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন প্রমূখ।

উদ্ভোধন শেষে, অতিথিরা মেলার স্টোলগুলো প্রদর্শন করে দেখেন।
 

Bootstrap Image Preview