Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাহজাদপুরে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৫:৪৫ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৫:৪৫ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রশাসন আয়োজিত ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পৌর সদর হাই স্কুল মাঠে এ মেলা শুরু হয়েছে। এ মেলার উদ্বোধন করেন, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন।

বিশেষ অতিথি ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. প্রফেসর বিশ্বজিৎ ঘোষ। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা বিনয় পাল, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া, প্রফেসর আব্দুল আজিজ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব হোসেন প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে এমপি হাসিবুর রহমান স্বপন বলেন, এ সরকারের ৫ বছরে এলাকার রাস্তাঘাট, কালভাট ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে এলাকাবাসী আবারো নৌকায় ভোট দেবে। তিনি আরো বলেন, নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হবে। দেশ আরো এগিয়ে যাবে।

উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান। এ মেলায় ৫০টি স্টলে সরকারের বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরা হয়।

 

Bootstrap Image Preview