Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘মার্কিন নির্বাচনে ট্রাম্পকে সরাতে চায় চীন’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৬:৫৪ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৬:৫৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্রে আগামী নির্বাচনে হস্তক্ষেপ করে প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে চীন চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স৷ চীন এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে৷

বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে হাডসন ইন্সটিটিউটে দেয়া এক বক্তৃতায় তিনি আরও বলেন, চীন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে যেসব ব্যবস্থা নিয়েছেন তাতে বেইজিং অখুশি হয়েই এমন তৎপরতা শুরু করেছে বলে অভিযোগ করেন পেন্স।

যুক্তরাষ্ট্রে চীনের হস্তক্ষেপকে রাশিয়ার হস্তক্ষেপের সঙ্গে তুলনা করে বলেন, চীন সরকার সুনির্দিষ্ট অর্থনৈতিক কর্মপরিকল্পনা প্রণয়ন করে যুক্তরাষ্ট্রের ভোটার সমাজকে টার্গেট করেছে যাতে আগামী নির্বাচনে ট্রাম্প ও তার দলের ভরাডুবি হয়।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশের কাছে চীন সরকার যে ঋণ সুবিধা দেয় তার লক্ষ্য ওই সব দেশকে ঋণের দায়ে জর্জরিত করে রাখা।

Bootstrap Image Preview