Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মীরসরাইয়ে জঙ্গির আস্তানা থেকে দুটি মরদেহ উদ্ধার 

বশির আল মামুন, চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৮:১৬ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৮:২৪ PM

bdmorning Image Preview


চট্টগ্রামের মীরসরাইয়ের জঙ্গি আস্তানা থেকে একটি একে-২২ রাইফেল, ৫টি তাজা গ্রেনেড, ৩টি পিস্তলসহ অজ্ঞাত দুই জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার দীর্ঘ কয়েক ঘন্টা অভিযান চলার পর দুপুর পৌনে ১২টায় অভিযান শেষে ঢাকা থেকে আসা র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এই তথ্য জানান।

তিনি সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম আদালত ভবনে শক্তিশালী বিস্ফোরণ গঠিয়ে আদালত ভবন উড়িয়ে দেয়ার টার্গেট নিয়ে মীরসরাইয়ের এই বাড়িতে আস্তানা গড়ে তুলেছিল জেএমবির একটি গ্রুপ। এখান থেকে উদ্ধার করা একে-২২ রাইফেল ব্যবহার হয়েছিল ঢাকার হলি আর্টিজেনে জঙ্গি হামলার সময়।

র‌্যাব জানায়, অভিযান শেষে একতলা ওই টিনশেড বাড়ি থেকে বেশ কিছু অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। চৌধুরী ম্যানসন নামে ওই বাড়ির মালিক ও কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি টিম গত বৃহস্পতিবার রাত সাড়ে তিনটা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের সোনা পাহাড়ের রাস্তার পূর্ব পার্শ্বের বাড়িটি ঘিরে রাখে। ভোর চারটার দিকে জঙ্গিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ভিতর থেকে গুলি করতে থাকে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে জঙ্গিরা অবস্থা বেগতিক দেখে ভিতর থেকে বেশ কয়েকটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। এতে দুই জঙ্গি নিহত হয়।

 

Bootstrap Image Preview