Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মেডিকেল বর্জ্য পরিশোধনাগার স্থাপনে শুনানির নতুন দিন ধার্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৮:২৬ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৮:২৬ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


দেশের সকল চিকিৎসা প্রতিষ্ঠানে বর্জ্য পরিশোধনাগার স্থাপন এবং প্রতিটি প্রশাসনিক বিভাগে বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠনের বিষয়ে জারি করা রুলের ওপর শুনানির নতুন দিন ধার্য করা হয়েছে। শুনানির জন্য আগামী ১২ ডিসেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট।

গতকাল বৃহস্পতিবার (৪ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো.আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়া হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মহিদুল কবির।

জানা যায়, গত ৮ এপ্রিল জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ আদেশ জারি করেন আদালত। জারি করা রুলে চিকিৎসা প্রতিষ্ঠানের বর্জ্য পরিশোধনাগার স্থাপন এবং দেশের প্রতিটি প্রশাসনিক বিভাগে বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠনের বিষয়ে নির্দেশনা কেন দেয়া হবে না তা জানতে চাওয়া হয়।

বন ও পরিবেশ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির মহাসচিবকে রুলের জবাব দিতে বলা হয়।

উল্লেখ্য, রুল ছাড়াও আদালত বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠনের বিষয়ে গত ২২ জুলাই অগ্রগতি প্রতিবেদন দিতে বিবাদীদের নির্দেশ দেয়া হয়। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার শুনানির জন্য দিন ধার্য করা হয়ছিল। কিন্তু প্রতিবেদন না দিয়ে হাইকোর্টের কাছে সময় আবেদন করা হয়। ফলে আগামী ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে আদেশ জারি করে আদালত। এ নিয়ে পরর্বতী শুনানির জন্য ১২ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।

Bootstrap Image Preview