'উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ' স্লোগানে চলছে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮। এর প্রথম দিন থেকেই ব্যাপক ভীড় লক্ষ করা গেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)'র স্টলে। এ বারের মেলায় স্টলটিতে সহজেই এবং কম সময়ে ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের জন্যই ভীড় করছেন অনেকে।
শুক্রবার (৫ আক্টোবর) তিন দিনব্যাপী এ উন্নয়ন মেলার ২য় দিন বিকেল পর্যন্ত ব্যাপক উৎসাহ নিয়ে এ সেবা নিতে দেখা গেছে সাধারণ মানুষদের।
মেলার প্রথম দিন বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাজধানীতে মোট ১৭টি ড্রাইভিং লাইসেন্স ও ৩৬টি মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের আবেদন পায় বিআরটিএ।
এ দিকে ২য় দিনে শুক্রবার বেলা ৩টা পর্যন্ত ৯১টি ড্রাইভিং লাইসেন্স ও ১৭টি মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের আবেদন করা হয় বলে দায়িত্বরত কর্মকর্তা বিডিমর্নিংকে জানান।
সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলাকালে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রতিষ্ঠান নির্ধারিত ফরমে ঠিকানা উল্লেখপূর্বক সার্কেল অফিস বরাবর আবেদন করতে হবে। পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে ন্যূনতম ২০ বছর ও অপেশাদার লাইসেন্সের ক্ষেত্রে ১৮ বছর বয়সী হতে হবে বলে জানান স্টল এর দায়িত্বরতরা জানান।
এ ছাড়া আবেদনপত্রের সঙ্গে রেজিস্টার্ড চিকিৎসকের মাধ্যমে মেডিকেল সার্টিফিকেট, বিআরটিএ অনুমোদিত ব্যাংক শাখায় এক ক্যাটাগরিতে মোটরসাইকেল অথবা হালকা মোটরযানের ক্ষেত্রে ৩৪৫ টাকা ফি এবং দুই ক্যাটাগরিতে মোটরসাইকেল এবং হালকা মোটরযানের ক্ষেত্রে ৫১৮ টাকা জমা দেওয়ার রসিদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের সত্যায়িত ফটোকপি, ২ কপি স্ট্যাম্প সাইজের ছবি ও ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে জমা দিতে হবে।
মেলায় ঘুরতে এসছিলেন মো. মাসুদ রানা। তিনি বলেন, আমি এই মেলায় আসার পর বিআরটিএ খুব সহজেই আবেদন নিচ্ছে তা জানতে পেরে আবেদন করলাম। সরাসরি আবেদন করতে যে জটিলতায় পরতে হয় তা এখানে একদমই নেই।
সরাসরি আবেদন করতে দালালের খপ্পরে পরতে হয় এ জন্য হাতের কাছে খুব সহজেই আবেদন করার সুযোগ থাকায় সব কাগজপত্র সাথে নিয়ে এসেছেন বলে জানান অন্য এক আবেদনকারী। তিনি বলেন, স্বাভাবিকভাবে ব্যংক ড্রাফ্ট করার জন্য দুরে যেতে হলেও এখানে পাশেই টাকা জমা নেওয়া হচ্ছে এজন্য অনেকটা সুবিধা হচ্ছে।
বিআরটিএ এর ইন্জিনিয়ারিং বিভাগের সহকারী পরিচালক ফারুক আহমেদ বিডিমর্নিংকে বলেন, উন্নয়ন মেলা উপলক্ষে তিন দিনব্যাপী আমরা এখানে খুব সহজেই ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের আবেদন নিচ্ছি। সব কাগজপত্র সঠিকভাবে জমা দিলেই শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল রেজিস্ট্রেশনের আবেদন নিচ্ছি।