ফরিদপুরের নগরকান্দা পৌর আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৪টায় উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়।
পৌর মেয়র রায়হান উদ্দীন মিয়ার সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান সর্দার, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সংসদ উপ-নেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, জেলা পরিষদের সদস্য আঞ্জুমান আরা বেগম, আওয়ামী লীগ নেতা কাজী শাহজামান বাবুল প্রমূখ।