Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঘুষ কেলেঙ্কারিতে নওয়াজ শরীফের বড় ভাই শাহবাজ গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৯:৪২ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৯:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তান মুসলিম লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বড় ভাই শেহবাজ শরিফকে গ্রেফতার করেছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা। শুক্রবার লাহোরের আশিয়ানা-ই-ইকবাল হাউসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা আশিয়ানা হাউজিংয়ের দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

তাকে আদালতে নেয়ার আগে লাহোরে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে রাখা হয়েছে। আগামীকাল আদালত থেকে শাহবাজ শরিফকে রিমান্ডের জন্য জবাবদিহি ব্যুরো প্রস্তুতি নিচ্ছে।

ইসলামাবাদে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় জবাবদিহি ব্যুরো লাহোর অফিস পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফকে আশিয়ানা মামলায় গ্রেফতার করেছে। শনিবার তাকে লাহোরে জাতীয় জবাবদিহি আদালতে হাজির করা হবে।

উল্লেখ্য, আগামী ১৪ অক্টোবর লাহোরে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে দেশটির অন্যতম বিরোধীদল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের সভাপতিকে গ্রেফতার করা হলো।

Bootstrap Image Preview