ঢাকা-গাজীপুর এক্সেপ্রেসওয়ের নির্মাণ কাজের জন্যে রাজধানী ঢাকার উত্তরায় রাস্তা খোঁড়াখুঁড়ি করায় গ্যাস লাইনে লিকেজ হয়ে সরবরাহে বিঘ্ন ঘটেছে। এ কারণে ওই এলাকার বাসা-বাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ আছে বলে জানা গেছে।
শুক্রবার (০৫ অক্টোবর) রাত পৌনে ৯টার উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ঢাকা-গাজীপুর এক্সেপ্রেসওয়ের নির্মাণ কাজ করার সময় গ্যাস লাইন লিকেজ হয়। রাত ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতর কট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান।
তিনি জানান, রাত পৌনে ৯টার দিকে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় একটি গ্যাস লাইন লিকেজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (টিজিটিডিসিএল) সদস্যরা গ্যাস লাইন মেরামতের কাজ করছেন।
উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে রয়েছে। গ্যাস লাইন মেরামতের কাজ চলছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে সব ঠিক হয়ে যাবে।
তবে স্থানীয়দের অভিযোগ রাত সাড়ে ১২টা পর্যন্ত কোন ধরনের পরিবর্তন হয়নি। গ্যাস আসেনি। রান্না-বান্নাসহ অন্যান্য কাজ করতে সমস্যা হচ্ছে।