Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যশোরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

নারী ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ১২:০৩ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ১২:০৩ PM

bdmorning Image Preview


যশোরের মণিরামপুরে ফরিদা বেগম নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

বৃহস্পতিবার ( অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পাথালিয়া গ্রামে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে। নিহত ফরিদা বেগম উপজেলার পাথালিয়া গ্রামের মৃত গোলাম সরদারের মেয়ে

স্থানীয় সূত্রে জানা যায়,কয়েক বছর আগে স্বামী সুলতান আলীর সঙ্গে পৃথক হওয়ার পর একমাত্র ছেলে ফারুক হোসেনকে সঙ্গে নিয়ে পাথালিয়া গ্রামে পিতার বাড়ির পাশে বসবাস করতেন

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ির শয়নকক্ষের আড়ার সঙ্গে ফরিদা বেগমকে ঝুলতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে

বিষয়ে মণিরামপুর থানার ওসি সহিদুল ইসলাম জানান, নিহত ফরিদা বেগমের স্বজনরা জানিয়েছেন, ফরিদা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ঘটনায় নিহত ফরিদা বেগমের ছেলে ফারুক হোসেন বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন

Bootstrap Image Preview