Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আত্রাইয়ে ঋণের দায়ে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০১:৩২ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০১:৩২ PM

bdmorning Image Preview


নওগাঁর আত্রাইয়ে ঋণের দায়ে কিটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে শেফালী রাণী পাল (৩৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত শেফালী রাণী পাল উপজেলার মিরাপুর গ্রামের শ্রী ডুপরে পালের স্ত্রী।

জানা যায়, শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, শেফালী রাণী এলাকার অনেকের কাছে টাকা ধার নিয়েছিলো। পাওনাদাররা টাকার জন্য চাপ দিলে গত শুক্রবার দিবাগত গভীর রাতে সে পরিবারের লোকজনের অজান্তে কিটনাশক গ্যাস ট্যাবলেট খায়। এক পর্যায়ে পরিবারের লোকজন বিষয়টি টের পেলে সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং শনিবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ব্যাপারে আত্রাই থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শেফালী রাণী কিটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। ঋণের বিষয়টি আমার জানা নেই। তার লাশ উদ্ধার করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

Bootstrap Image Preview