Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মা হচ্ছেন সোনম কাপুর!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৩:৩৮ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০৩:৩৮ PM

bdmorning Image Preview


বলিউডের তারকা অভিনেত্রী সোনম কাপুর মা হচ্ছেন। বিয়ের চার মাস পার না হতেই অন্তঃসত্ত্বা হয়েছেন নায়িকা। সম্প্রতি এমনই খবর ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। সোনমের ম্যাক্সি পরা একটি ছবি অনেকেই শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, প্রেগনেন্ট সোনম কাপুর

গোলাপি রঙের একটি ম্যাক্সি ড্রেস পরে দেখা গিয়েছে সোনমকে। সেই থেকেই গুঞ্জন ছড়িয়েছে অভিনেত্রী অন্তঃসত্ত্বা। যে কারণে বড় সাইজের পোশাক পরে বেবি বাম্প ঢাকার চেষ্টা করছেন৷

ঢিলেঢালা পোশাক পরার কারণেই ট্রোলড হতে হয়েছে নায়িকাকে। তবে এ প্রসঙ্গে এখনো মুখ খুলেননি সোনম, তার স্বামী আনন্দ আহুজা কিংবা তাদের পরিবার। প্রত্যেকটি নিন্দুকদের সরাসরি বলেছিলেন, যারা এসব করছে তাদের কোনও কাজ নেই।

উল্লেখ্য, চলতি বছরের গত ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনম কাপুর। বিয়ের মাধ্যমে নিজেদের প্রেমকে পরিণয়ে রূপ দিয়েছেন এই দম্পতি। বেশ জমকালো আয়োজনেই সম্পন্ন হয়েছে তাদের বিয়ে। বলিউড তারকাদের উপস্থিতিতে বেশ জমে উঠেছিলো সোনমের বিয়ে।

Bootstrap Image Preview