Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিরিয়ায় হামলার ব্যাপারে ইসরাইলকে সাবধান করল রাশিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৩:৫৪ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০৩:৫৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সিরিয়ায় হামলার ব্যাপারে আবারও ইসরাইলকে সাবধান করেছে রাশিয়া। সিরিয়ায় ইসরাইলি হামলা বন্ধ করার লক্ষ্যে দামেস্কের হাতে এই ব্যবস্থা তুলে দেয়া হয়েছে এবং এরপর প্রয়োজনে আরও পদক্ষেপ নেয়া হবে। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভার্শিনিন দেশটির বার্তা সংস্থা স্পুৎনিককে দেয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবাণী উচ্চারণ করেছেন।

সিরিয়ায় এস-৩০০ মোতায়েন করা সত্ত্বেও দেশটিতে বিমান হামলা অব্যাহত থাকবে বলে তেল আবিব হুঁশিয়ারি দেয়ার পর রাশিয়ার পক্ষ থেকে এ বক্তব্য এলো।

সিরিয়ায় মোতায়েন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সম্পর্কে ইসরাইল যথাযথ মূল্যায়ন করবে বলে মস্কো আশা প্রকাশ করেছে।

গত মঙ্গলবার রাশিয়ার সেনাবাহিনী একটি ভিডিও প্রকাশ করে সিরিয়ার কাছে এস-৩০০ হস্তান্তর সম্পন্ন করার খবর জানায়।

গত মাসে ইসরাইলি জঙ্গিবিমানের উসকানিতে সিরিয়ার আকাশে রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার পর মস্কো দামেস্ককে এই ব্যবস্থা সরবরাহের সিদ্ধান্ত নেয়। সিরিয়ার লাতাকিয়া প্রদেশের আকাশে ওই বিমান বিধ্বস্তের ঘটনায় রাশিয়ার ১৫ সেনা সদস্য নিহত হন।

Bootstrap Image Preview