Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইন্টার কাপ কুংফু প্রতিযোগিতায় ৩২টি পুরস্কারের মধ্যে ১৯টি পেয়েছে উ-লিন কুংফু’র শিক্ষার্থীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৮:১৬ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০৮:১৬ PM

bdmorning Image Preview


ইন্টার কাপ কুংফু উশু টুর্নামেন্টে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে উ-লিন কুংফু অ্যাকাডেমি অব বাংলাদেশ (কলাবাগান, ঢাকা)-এর শিক্ষার্থীরা। টুর্নামেন্টের ৮টি ইভেন্টে মোট ৩২টি পুরস্কারের মধ্যে ১৯টি ছিনিয়ে নিয়েছে তারা। এসব পুরস্কারের মধ্যে রয়েছে ৩টি গোল্ড, ৭টি সিলভার ও ৯টি ব্রোঞ্জ।

৫ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কলাবাগান মাঠে কলাবাগান ক্রীড়াচক্রের ম্যানেজার মো. আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সজীব সরকার, উ-লীন কুংফু একাডেমী অব বাংলাদেশের সদস্য এফ.এম. শফিউল আযম ও মাহফুজুর রহমান এবং উ-লিন কুংফু অ্যাকাডেমির জেনারেল সেক্রেটারি ও কুংফু প্রশিক্ষক মো. রেজাউল করিম।

প্রশিক্ষক মো. রেজাউল করিম জানান, সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশের ৫টি জেলা থেকে প্রায় ৭০ জন খেলোয়াড় অংশ নেন। এর মধ্যে উ-লিন কুংফু অ্যাকাডেমির ২৬ জন খেলোয়াড় অংশ নিয়ে ১৯ জন পদক পায়। বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন এ টুর্নামেন্টের আয়োজন করে।

Bootstrap Image Preview