Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে শেষ হলো ৩ দিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলা

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ১০:১৩ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ১০:১৩ PM

bdmorning Image Preview


'উন্নয়নের অগ্রাযাত্রায় অদম্য বাংলাদেশ' এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানে নানা কর্মসূচীর মধ্যদিয়ে শেষ হলো ৩ দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা।

আজ শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ খুরশেদ আলমসহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।  

গত বৃহষ্পতিবার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বর্ণাঢ্য র‌্যালির মধ্যদিয়ে শুরু হয় ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা। শনিবার (৬ অক্টোবর) পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় ৩ দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা।

মেলায় বিভিন্ন দফতরের ৮৪টি স্টল ছিল। তার মধ্য থেকে ৩টি স্টলকে সেরা সেবাদাতা নির্বাচিত করে পুরস্কৃত করা হয়। তার মধ্যে তাৎক্ষনিক নাগরিক সেবা প্রদান করায় বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।

Bootstrap Image Preview