Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে উন্নয়ন মেলা অনুষ্ঠিত

সাইদুল ইসলাম, সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০৯:৫৯ AM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০৯:৫৯ AM

bdmorning Image Preview


যথাযথ মর্যাদার মধ্য দিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সৌদি আরবে ৪র্থ ‘উন্নয়ন মেলা-১৮’ আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস রিয়াদ।

গত শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা রিয়াদে বাংলাদেশ দূতাবাস চত্বরে মেলার উদ্বোধন করেন রাষ্ট্রদূত গোলাম মসীহ।

এবিষয়ে রাষ্ট্রদূত বলেন, ‘প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ রোল মডেলে পরিণত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও ডিজিটাল বাংলাদেশ গড়তে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে। বিভিন্ন  ক্ষেত্রে সাফল্য অর্জিত করেছে এই সরকার।’

তিনি আরও জানান, প্রবাসীদের  প্রেরিত অর্থ দেশে পাঠিয়ে দেশের উন্নয়নে প্রবাসীরা ব্যাপক ভূমিকা পালন  করছে। এ সময় তিনি প্রবাসীদের বিশেষ ধন্যবাদ জানান।

মেলায় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ মেট্রো রেল, পারমানবিক বিদ্যুৎ, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটিকা পরিবেশন করে ‘রিয়াদ বাংলাদেশ থিয়েটার’।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক- অরাজনৈতিক সেচ্ছাসেবক,  সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরাম, গ্রীন বাংলা ক্রিকেট টিমসহ বিভিন্ন সংগঠনের সদস্যগণ মেলায় অংশ গ্রহণ করেন।

Bootstrap Image Preview