Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অবৈধ সিম বিতরণ, গ্রামীণফোনের কর্মকর্তাসহ গ্রেফতার ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ১২:৪৮ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ১২:৪৮ PM

bdmorning Image Preview


বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ গ্রামীণফোনের সিম বিতরণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)

আটককৃতদের মধ্যে গ্রামীণফোনের সিনিয়র এক্সিকিউটিভ বিজনেস (সেলস) সৈয়দ তানভীরুর রহমানও রয়েছেন।

রবিবার (৭ অক্টোবর) সকালে র‍্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে কবে কোনো এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে, সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানাননি তিনি।

মিজানুর রহমান বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধভাবে গ্রামীণফোনের সিম বিতরণের অভিযোগে সৈয়দ তানভীরুর রহমানসহ প্রতারকচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণে অবৈধ সিম উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া আজ দুপুরে এ বিষয়ে রাজধানীর কাওরান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান মিজানুর।

 

Bootstrap Image Preview