Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাণীশংকৈলে উর্দ্ধমূখী একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন 

খুরশিদ আলম শাওন, রানীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০৬:০১ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০৬:০১ PM

bdmorning Image Preview


শিক্ষা প্রকৌশল অধিদপ্তররের রাজস্ব অর্থায়ানে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের উর্দ্ধমূখী একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেছেন ঠাকুরগাও- ৩ আসনের সংসদ সদস্য ইয়াসিন আলী।

আজ রবিবার এ উদ্বোধন করা হয়। পরে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাও-৩ আসনের সংসদ সদস্য ইয়াসিন আলী।

প্রধান শিক্ষক বাবর আলীর সঞ্চালনায় ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংরক্ষিত ৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লি্টা, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক উপ-সহকারি প্রকৌশলী জিল্লুর রহমান, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা শাহ নেওয়াজ, সাবেক সভাপতি উপজেলা ছাত্রলীগ খায়রুল আলম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা আক্তারী, শিক্ষক মোশাররফ হোসেনসহ স্থানীয় শ্রেণী পেশার মানুষ ও শিক্ষার্থীরা। 

 

Bootstrap Image Preview