Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টিনের উপরে খড়ি নিতে গিয়ে প্রাণ হারালো কিশোর!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০৮:২৭ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০৮:২৭ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


জয়পুরহাট সদর উপজেলায় টিনের চালের উপরে খড়ি নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুষার বাবু (১২) নামে এক কিশোর প্রাণ হারিয়েছে।

আজ রবিবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত তুষার বাবু একই গ্রামের ওহেদুল ইসলামের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে তুষার তাদের বাড়ির টিনের উপরে খড়ি নিতে যায়। উক্ত টিনের চাল আগে থেকেই বৈদ্যুতিক তারের মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে ছিলো। ফলে টিনের উপর পা দিলে সে সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসকরা তুষারকে মৃত ঘোষণা করেন।

Bootstrap Image Preview