Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কুষ্টিয়ায় বাল্য বিবাহ দেবার অভিযোগে পিতার কারাদন্ড

নারী ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০৯:৪৭ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০৯:৪৭ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


কুষ্টিয়ার দৌলতপুরে সম্পা খাতুন (১৫) নামে এক কিশোরীকে বাল্য বিবাহ দেবার অভিযোগে ওই মেয়ের পিতা সাহাব উদ্দিনকে (৪০)কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

রবিবার (৭ অক্টোবর) দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার মথুরাপুর গ্রামের সাহাব উদ্দিন তার কিশোরী মেয়ে সম্পা খাতুন (১৫) এর জন্ম নিবন্ধন জাল করে বিবাহ দিচ্ছিলেন। বাল্য বিবাহের খবর পেয়ে দৌলতপুর মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তারের নেতৃত্বে দৌলতপুর থানা পুলিশ মথুরাপুর গ্রামে অভিযান চালিয়ে বাল্য বিবাহ বন্ধ করেন এবং মেয়ের পিতা সাহাব উদ্দিনকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম উপস্থিত স্বাক্ষীদের স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা এবং দন্ড বিধি ১৮৮ ধারা সরকারী আদেশ অমান্য করার অপরাধে সাহাব উদ্দিনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডিত সাহাব উদ্দিন একই গ্রামের মৃত নকিম উদ্দিন মালিথার ছেলে।

Bootstrap Image Preview