Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আবারও তিন দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ১০:১৬ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ১০:১৬ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ফের তিন দিনের সরকারি সফরে নিজ জেলা কিশোরগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। যোগ দেবেন নাগরিক সংবর্ধনা ও তার দীর্ঘদিনের আইন ব্যবসার কর্মস্থল কিশোরগঞ্জ জেলা বারের আইনজীবীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে।

সফর কর্মসূচি ও স্থানীয় প্রশাসনের সূত্র মতে, রাষ্ট্রপতি আবদুল হামিদ সফরের প্রথম দিন ৮ অক্টোবর সোমবার তার শিক্ষা ও রাজনৈতিক জীবনের অম্লমধুর স্মৃতি বিজড়িত কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

একইদিন সন্ধ্যায় রাষ্ট্রপতি সার্কিট হাউজে জেলা আইনজীবী সমিতি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

সফরের দ্বিতীয় দিন ৯ অক্টোবর মঙ্গলবার রাষ্ট্রপতি বেলা ১১টায় জজ কোর্ট প্রাঙ্গণে আয়োজিত কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। একইদিন বিকালে রাষ্ট্রপতি তার রাজনৈতিক জীবনের সাথী কিশোরগঞ্জের প্রয়াত ১৬ ব্যক্তির বাড়িতে যাবেন এবং পরিবার পরিজনের সঙ্গে কুশল বিনিময় করবেন। শহরের খরমপট্টিস্থ নিজ বাসায় তাঁর রাত্রিযাপনের কথা রয়েছে।

সফরকালে বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে কুশল বিনিময় করবেন দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রবীণ বন্ধুদের। এরপর ১০ অক্টোবর বুধবার বিকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবনের উদ্দেশ্যে কিশোরগঞ্জ ত্যাগ করবেন।

প্রসঙ্গত, এর আগে তিনি পাঁচ দিনের সরকারি সফরে এসে নিজ নির্বাচনী এলাকার তিন হাওর উপজেলার চির চেনা হিজল-তমাল ছায়া আর কাদা মাটি জলে ঘুরে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধন করেন এবং নিজ পৈত্রিক ভিটায় সময় কাটিয়ে যান।

Bootstrap Image Preview