Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্রীমঙ্গলে ১২'শ স্কুল শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ 

তোফায়েল পাপ্পু, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ১২:০৩ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ১২:০৩ PM

bdmorning Image Preview


প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণির প্রায় ১২'শ শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ এবং শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার (৭ অক্টোবর) দুপুরে রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।   

সমাবেশে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজঘাট, ফুসকুড়ি, সিন্দুরখান, রাজঘাট লাল টিল, বিদ্যাবিল, বর্মাছড়া, পুটিয়া ছড়া, টিপরা ছড়া, খেজুরী ছড়া, উদনা ছড়া ও হরিণ ছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব টিফিন বক্স তুলে দেন। টিফিন বক্স হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উল্লসিত হয়ে পড়ে।

এসময় উপস্থিত ছিলেন, নবাগত শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আছকির মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেবসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


 

Bootstrap Image Preview