Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০২:০৯ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০২:০৯ PM

bdmorning Image Preview


আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, চট্টগ্রাম সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে

রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে আরো বলা হয়, সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে

পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত থাকা মৌসুমী বায়ু বাংলাদেশ ও উত্তর বঙ্গোপসাগর এলাকা থেকে সরে গেছে। ফলে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে

গতকাল (শুক্রবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫২ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৪১ মিনিটে।

 

 

 

 

 

Bootstrap Image Preview