Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাণীশংকৈলে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

খুরশিদ আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০২:৫৯ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০২:৫৯ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল বলিদ্বারা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি ফলক উন্মোচন করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় বাংলাদেশের ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি ও ঠাকুরগাও-৩ আসনের সংসদ সদস্য ইয়াসিন আলী এ উদ্বোধন করেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অথায়ানে এ ভবন নির্মাণ করা হচ্ছে বলে জানা যায়।

উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠ চত্তরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ইয়াসিন আলী। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের আমলে অনেক উন্নয়ন হয়েছে। তারই ধারাবাহিকতায় আমি আমার নির্বাচনী এলাকার রাস্তা ঘাট মসজিদ মন্দিরের যথাসাধ্য চেষ্টা করেছি উন্নয়ন করার। পাশাপাশি শিক্ষাই যেহেতু জাতির মেরুদণ্ড সে ভাবনায় রানীশংকৈল উপজেলায় ১৭টি মাধ্যমিক/মাদ্ররাসার বিভিন্ন স্থরের ভবন নির্মাণের লক্ষে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় বরাদ্দ নিয়েছি। তা বাস্তবায়ন করে নেওয়ার দায়িত্ব এখন এলাকার জনসাধারণের। এ ভবন নির্মাণে যেন কোন ধরনের অনিয়ম করার সুযোগ না পায় সেদিকে খেয়াল রাখতে হবে আপনাদের বলে তিনি মন্তব্য করেন।

সমাজ সেবক জবাইদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত ৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা। উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম জাতীয় পাটির সম্পাদক জাহাঙ্গীর আলম ওয়ার্কাস পাটির সম্পাদক লুৎফর রহমান পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইসাহাক আলী যুবলীগ সম্পাদক রমজান আলী আ’লীগ নেতা আল্লামা ইকবাল হোসেন সহকারি শিক্ষক বেলাল হোসেন  যুবলীগ নেতা শাহনেওয়াজ ছাত্রলীগ নেতা তারেক আজিজ প্রমুখ।  
 

Bootstrap Image Preview