Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আইপিএলে বেটিং বৈধ করার দাবি জানালেন প্রীতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০৫:১৭ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ০২:২৯ PM

bdmorning Image Preview


ক্রিকেট বিশ্বের জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে বেটিং নতুন কিছু নয়। এই বেটিংয়ের জন্য নিষিদ্ধ হয়েছেন অনেক ক্রিকেটার।ফ্র্যাঞ্চাইজিদেরও নির্বাসনে যেতে হয়েছে এবার সেই বেটিংকে শুদ্ধ করার দাবি জানালেন কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক বলিউড তারকা প্রীতি জিনতা।

প্রীতি বেটিং নিয়ে জানিয়েছেন, আইন করে আইপিএল-এ বেটিং চালু করার উচিত সরকারের। জিন্তার মতে, মেগা ইভেন্টকে ঘিরে যেভাবে দুর্নীতি চলে, তা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রীতি এই প্রসঙ্গে বলেছেন, ‘‘সরকার যদি বেটিং আইন করে চালু করে, তাহলে সরকারের কোষাগারে ভাল মতো আয়ের অঙ্ক ঢুকবে। দ্বিতীয়ত, প্রত্যেককে গড়াপেটা থেকে সরিয়ে রাখা সম্ভব নয়। কতজনকে আপনি আটকে রাখতে পারবেন? এই জন্যই আমি বলেছিলেন, র‍্যানডম লাই ডিটেক্টর টেস্টের বন্দোবস্থ করতে।’’

 সম্প্রতি সালমান খানের ভাই আরবাজ খান নিজে স্বীকার করেছেন আইপিএল- জুয়া খেলার কথা তাঁর .৮০ কোটি টাকা লোকসানও হয়েছে সোনু জালান নামের এক বুকিকে জেরা করার পরেই উঠে আসে আরবাজের নাম

Bootstrap Image Preview