Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে মানববন্ধন

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০৭:১৫ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০৭:১৫ PM

bdmorning Image Preview


সরকারি চাকরিতে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ সোমবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। এ সময় ব্যানার ফেস্টুন নিয়ে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা অংশ নেয়।  

এ সময় বক্তব্য রাখেন, ঝিনাইদহ সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার মকবুল হোসেন, সাবেক কমান্ডার গোলাম মোস্তফা লোটন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির জেলা সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, অর্থ সম্পাদক মেহেদী শাহআলম, হরিনাকুন্ডু উপজেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল জোয়ার্দ্দার।

এ সময় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধীরা মুক্তিযোদ্ধার সন্তানদের সরকারি চাকরিতে কোটা বাতিলের ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে। তারা, প্রজ্ঞাপন বাতিল করে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা পুন:বহালের দাবি জানান।

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।

Bootstrap Image Preview