Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টারকে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০৯:০২ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০৯:০৩ PM

bdmorning Image Preview


ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি  ঃ

ময়মনসিংহের ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করেছে। এ সময় একটি প্রতিষ্ঠান তালাবদ্ধ করা হয়।

সোমবার (৮ অক্টোবর) বিকালে পৌর শহরের ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, লাইসেন্স না থাকা, অপরিচ্ছন্ন নোংরা পরিবেশ, ডাক্তারের কোন প্রমাণপত্র না থাকায় এবং এইসএসসি পাস করা ব্যক্তিকে দিয়ে আল্ট্রাসনোগ্রাফী রিপোর্ট করানো ও সেবার মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা করে তালাবন্ধ করা হয়। একই আপরাধে শাপলা মেডিকেল সেন্টারেকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) এরশাদ উদ্দিন ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. তৌফিক হাসান ও ত্রিশাল থানা পুলিশ সাথে নিয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

Bootstrap Image Preview