Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে অজ্ঞান পার্টির এক সদস্য আটক

শহিদুল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ০৩:২০ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ০৩:২০ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোলে বোরহান শেখ (৪০) নামে অজ্ঞান পার্টির এক সদস্যকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে পোর্ট থানা পুলিশ তাকে আটক করে। আটক বোরহান বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার চরকান্দি গ্রামের রুস্তম শেখের ছেলে।

পুলিশ ও যাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনে যাত্রীর ছদ্মবেশে ওঠে অজ্ঞান পার্টির সদস্য বোরহান। মাঝপথে তার পাশের সিটে বসা যাত্রীর সঙ্গে সখ্যতা করে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে খাওয়ান।

পরে ওই যাত্রী অজ্ঞান হয়ে পড়লে সে যাত্রীর পকেট ও ব্যাগ তল্লাশি শুরু করে। এসময় পাশের সিটে বসা অন্য যাত্রীদের সন্দেহ হলে তারা বোরহানকে ধরে ফেলে। পরে বেনাপোল পৌঁছে পুলিশের হাতে তুলে দেয় তাকে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিন সাংবাদিকদের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার কাছ থেকে ঘুমের ওষুধ জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview