Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নীলফামারীতে মহিলা পরিষদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ০৬:৫৭ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ০৬:৫৭ PM

bdmorning Image Preview


দেশব্যাপী সাংগঠনিক পক্ষ পালন উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ নীলফামারী জেলা শাখা বিভিন্ন কর্মসূচি পালন করছে

সোমবার (৮ অক্টোবর) কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী রেডক্রিসেন্ট সোসাইটি মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা কর্মী সভার আয়োজন করা হয়

প্রশিক্ষণ কর্মশালায় উপমহাদেশে নারী আন্দোলন মহিলা পরিষদ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন কেন্দ্রীয় কমিটির সদস্য . মারুফা বেগম এবং ঘোষণাপত্র গণতন্ত্র বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, দিনাজপুর জেলা কমিটির সভাপতি কানিজ রহমান

জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহছেনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল অবেদীন সভায় বক্তব্য রাখেন, জেল কমিটির সাধারণ সম্পাদক গুলশান আরা মোনা, রোখসানা কচি, আফরোজা আরা প্রমুখ

সভায় বক্তারা দায়বদ্ধতার মধ্য দিয়ে নারী পুরুষের সমতাপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার কাজে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, মহিলা পরিষদের সার্বিক উন্নয়নে সব ধরনের সহায়তার আশ্বাস দেন

Bootstrap Image Preview