Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ২৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এনার্জি ড্রিংকসে ৫ পদ মিশিয়ে মাটির নিচে রেখে ‘বিশেষ নেশা’ তৈরি, ২ যুবকের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ০৯:২১ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ০৯:২১ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বরিশালের উজিরপুরে এনার্জি ড্রিংকসের সাথে ৫ পদ মিশিয়ে ‘বিশেষ এক নেশা’ তৈরির পর তা পান করে দুই যুবকের মৃত্যু হয়েছে।

তারা হলেন- সোহাগ হাওলাদার (২৫) ও ইব্রাহিম হাওলাদার (২৪)।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিমের মৃত্যু হয়। এর আগে দুপুরে সোহাগের মৃত্যু হয়। একই ঘটনায় সবুজ হাওলাদার নামে এক যুবক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।

সোহাগ হাওলাদার উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের মোহাম্মদ হাওলাদারের ছেলে ও একই এলাকার সেকেন্দার হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার। মঙ্গলবার দুপুরে তাদের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। হাসপাতালে ভর্তি সবুজ হাওলাদার হস্তিশুন্ড গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে ।

স্থানীয়রা জানান, গত ১ অক্টোবর সোহাগ, ইব্রাহিম ও সবুজ মোটরসাইকেলের ব্রেক অয়েল, রেক্টিফাইড স্পিরিট, ইয়াবা, ঘুমের ওষুধ, সলিউশন গাম এবং এনার্জি ড্রিংকস টাইগার মিশিয়ে ২৪ ঘণ্টা মাটির নিচে পুতে রাখে। এরপর গত ২ অক্টোবর রাতে ওই নেশাজাতীয় পানীয় (মিকচার) রাতে পান করে তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে পড়ে। রাতে প্রথমে তাদের উজিরপুর হাসপাতালে, পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। তাদের দুজনেরই অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সেখানে সোহাগের মৃত্যু হয়। রাত ৩টার দিকে ইব্রাহিমের মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তাদের দুটি কিডনিই অকেজো হয়ে যাওয়াও মৃত্যু হয়েছে।

উজিরপুর মডেল থানা পুলিশের ওসি শিশির কুমার পাল জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Bootstrap Image Preview