Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাধবপুরে দুই মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড

আজিজুল ইসলাম সজিব, হবিগজ্ঞ প্রতিনিধি
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ১১:০৩ AM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ১১:০৩ AM

bdmorning Image Preview


হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় এক মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার সকাল ও বিকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মল্লিকা দে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম (৩৫) ৬ মাসের এবং রফিক মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদুর রশিদ জানান-মঙ্গলবার সকালে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিলদার সায়েদুর রহমানের নেতৃত্বে বিজিবি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রফিকুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। সে ওই ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মৃত আব্দুল মনি মিয়ার ছেলে।

এছাড়া গ্রামবাসীর সহযোগিতায় হরষপুর সীমান্ত ফাঁড়ির বিজিবির সদস্যরা ইয়াবা ও মাদকসেবনের সরঞ্জামসহ রফিক মিয়া নামের মাদকসেবীকে গ্রেফতার করে। সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধবপুর গ্রামের রশিদ মিয়ার ছেলে। পরে দু’মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। 

Bootstrap Image Preview