Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রায় ঘিরে নৈরাজ্য বরদাশত করা হবে না: ডিএমপি কমিশনার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ১১:৪২ AM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ১১:৪২ AM

bdmorning Image Preview
ছবি: আবু সুফিয়ান জুয়েল


২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় কেন্দ্র করে কোনো ধরনের নৈরাজ্য বরদাশত করা হবে না। রায় ঘিরে যথাযথ নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বুধবার রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার এক নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, এ আদালত ও জনগণের নিরাপত্তার জন্যও পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। কোনো ধরনের নৈরাজ্য করলে বিন্দুমাত্র বরদাশত করা হবে না। আইনের চোখে সবাই সমান। এর ব্যত্যয় করে কেউ নৈরাজ্য ও জনমনে আতঙ্ক সৃষ্টি করলে দেশের বিদ্যমান আইন অনুযায়ী তাদের বিচারের মুখোমুখি হতে হবে।

‘জ্বালাও-পোড়াওসহ কোনো ধরনের নাশকতা সৃষ্টির ন্যূনতম অপচেষ্টা কেউ করলে তা অত্যন্ত কঠোর হাতে দমন করা হবে’, বলেন এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, দেশবাসীকে, ঢাকাবাসীকে আশ্বস্ত করব, আপনারা কাজে মন দেন। আপনাদের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের, সরকারের ও আমাদের। আমাদের সতর্ক অবস্থান অব্যাহত থাকবে।

 

এদিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। র‌্যাব, পুলিশ ও সাদা পোশাকের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো এলাকা নজরদারিতে রেখেছেন। আজ দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করা হবে।

Bootstrap Image Preview