Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভালুকায় জাতীয় কন্যা দিবস ও বাল্যবিবাহ প্রতিরোধ দিবস পালিত

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ১২:১৩ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ১২:১৩ PM

bdmorning Image Preview


ময়মনসিংহের ভালুকা উপজেলায় জাতীয় শিশু কন্যা দিবস ও বাল্যবিবাহ প্রতিরোধ দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে দিবস ২টি পালন করা হয়।

'থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত' এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত উপজেলা নির্বাহী আফিসার মাসুদ কামালের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা মন্তোষ কুমার গোপ, সহকারী অধ্যাপক মাহবুবা ছিদ্দিকা, সাংবাদিক দীনা খান, এডুকোর প্রতিনিধি আমিনুল ইসলাম।

অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী।

এর আগে ভালুকা গফরগাঁও সড়কে উপজেলা পরিষদের সামনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মানববন্ধনে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, এন জি ও প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

 

Bootstrap Image Preview