Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রায় শুনে বাবরের জন্য জেল গেটে দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ০৪:০৫ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ০৪:০৫ PM

bdmorning Image Preview


চাঞ্চল্যকর ২১ অাগষ্ট গ্রেনেড হামলার রায় শোনার পর রাস্তায় দাঁড়িয়ে অঝোরে কাঁদছিলেন চল্লিশোর্ধো এক মহিলা। কান্নার কারণ জানতে চাইলে তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর তার ফুপাত ভাই।

বুধবার দুপুরে পুরান ঢাকার জেলগেটের পাশে এ দৃশ্য চোখে পড়ে। পরিচয় জানতে চাইলে প্রথমে তা দিতে অপারগতা জানালেও এক পর্যায় তিনি জানান, তার নাম কখন অামিন তালুকদার, বাবা- অাব্দুল রাজ্জাক, নেত্রকোনা জেলার মদন থানার চানগাঁও গ্রামের বাসিন্দা তিনি।

বাবরের সাথে তার পারিবারিক কোন সম্পর্ক অাছে কিনা বারবার জিঙ্গেস করা হলেও অস্বীকার করেন তিনি।

এক পর্যায়ে তিনি বলেন, বাবর তার ফুপাত ভাই। তাই ভাইয়ের জন্য খুব খারাপ লাগছে। তাই অাজ এ মামলার রায় হবে শুনে নেত্রকোনা থেকে এখানে একাই এসেছেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা হয়। এতে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী সে সময়ের মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ ২২ জন মারা যান। আহত হন কয়েক শ। বর্তমান প্রধানমন্ত্রী ও সেই সময়ের বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা ভাগ্যক্রমে বেঁচে গেলেও তার কানে অাঘাত পেয়েছে। অাজ এ মামলার রায়ে বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

Bootstrap Image Preview