Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কান্নায় ভেসে গেল কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ০৫:২৬ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ০৫:২৬ PM

bdmorning Image Preview


গতরাত থেকেই বৃষ্টি। বৃষ্টিতে কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে যেন পানিতে টইটুম্বর। এর মাঝে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ফিলিস্তিনির বিপক্ষে লড়াই করতে নামে বাংলাদেশ।কিন্তু প্রকৃতির এই কান্না যেন জামাল ভুইয়াদের কান্নায় রূপ নিলো।ফিলিস্তিনির কাছে ২-০ গোলে হেরে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল খেলার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের।

এই দিন খেলা শুরুর ৮ মিনিটের মাথায় ফিলিস্তিনির ডান দিক দিয়ে আক্রমণে ওঠা মুসাব বাতাতের বাড়ানো ক্রস দূরের পোস্টে থাকা মোহাম্মদ বালাহ হেড করে বাংলাদেশের জালে বল  পাঠান। গোল খাওয়ার পর পরিশোধের জন্য মরিয়া হয়ে উঠে বাংলাদেশ।কিন্তু গোল দেওয়ার মত কোন আক্রমণ করে উঠে পারেনি লাল সবুজের জার্সীধারীরা। ১ গোল খেয়েই প্রথমআর্ধের খেলা শেষ করে বাংলাদেশ।

এরপর দ্বিতীয়আর্ধে গো শোধের জন্য উঠে পড়ে লাগে জামালরা কিন্তু সেই পুরানো বিয়ারাম। প্রতিপক্ষর পোস্ট বাড়ের ধারে গিয়ে আর কিছুই করতে পারে না।এরপর শেষের দিকে দুটি কর্নার পেলেও প্রতিপক্ষের লম্বা খেলোয়াড়দের ডিঙিয়ে হেড করতে পারেননি সবুজরা। কিন্তু শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে নিখুঁত শটে বল জালে পৌঁছে ফিলিস্তিনের জয় নিশ্চিত করেন বদলি ফরোয়ার্ড মারাবাহ সামেহ। এই গোলে ২-০ জয় নিয়ে মাঠ ছাড়ে ফিলিস্তিনি।

Bootstrap Image Preview