Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি করলেন লিটন দাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ০৫:৫৭ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ০৫:৫৭ PM

bdmorning Image Preview


এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাট হাতে দারুন সেঞ্চুরি করেছিলেন লিটন দাস।ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান। সেই ধারাবাহিকতায় চলতি জাতীয় ক্রিকেট লিগে বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন লিটন দাস। জাতীয় লীগে আজকে রাজশাহীর বিপক্ষে ১৪২ বলে ২০৩ রানের ঝড়ো ইনিংস খেলেন এই ক্রিকেটার। ৩২ টি চার ও ৪ টি ছয়ে সাজানো থাকে তার এই ইনিংসটি।

প্রথমে ব্যাটিং করে ৪ উইকেটে ৫৮৯ রান করে ডিক্লিয়ার দেয় রাজশাহী। পাহাড় সমান এই রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ১৫১ রানে গুটিয়ে যায় রংপুর।তাই নির্ধারিত রান না করতে পারায় আবারো ব্যাটিং করতে নেমেছে রংপুর।খেলার তৃতীয় দিন শেষে ২ উইকেটে ৩১৯ করেছে।

ঘরের মাঠে আর কয়েক দিন পর থেকে শুরু হবে জিম্বাবুয়ে সিরিজ। এই সফরে টাইগারদের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট খেলবে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে এই দুইটি সিরিজেই একাদশে থাকবেন লিটন দাস।ঘরের মাঠে ছন্দে থাকা এই ব্যাটিং জিম্বাবুয়ের বিপক্ষেও থাকবে বলে আশা করা যাচ্ছে।

Bootstrap Image Preview