Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঘূর্ণিঝড় তিতলি’র কারণে উপকূলে পানি উন্নয়ন বোর্ডের সবার ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ০৯:১৪ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ০৯:১৪ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় তিতলি ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। যার কারণে উপকূলীয় জোনের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সবার ছুটি বাতিল করা হয়েছে।

ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মোস্তফা খান। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল এই ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। প্রতিকূল আবহাওয়ার কারণে সারাদেশে নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় বৃহস্পতিবার (১১ অক্টোবর) উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্র বিক্ষুব্ধ রয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি জানাতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডেকেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

Bootstrap Image Preview