পিরোজপুরে কাঁঠালিয়া উপজেলার একটি ক্লিনিকে তিন মাথা আকৃতির অদ্ভুত এক ছেলেশিশুর জন্ম দিয়েছেন রেহেনা আক্তার নামে এক গৃহবধূ। শিশুর মা ঝালকাঠী জেলার কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের মামুন হাওলাদারের স্ত্রী।
এদিকে, অদ্ভুত শিশু জন্মের খবর ছড়িয়ে পড়লে নার্সিং হোমে একনজর দেখার জন্য ভিড় জমায় উৎসুক জনতা।
শিশুর দাদা শাহজাহান হাওলাদার জানান, বুধবার ভোররাতে প্রসবব্যথা নিয়ে কাঁঠালিয়ার ওই নার্সিং হোমে ভর্তি হয় তার মেয়ে। জন্মের পরে দেখা যায় শিশুটি তিন মাথা আকৃতির, বিশেষ অঙ্গ নেই, চোখ দুটো পাশাপাশি কপালের মধ্যে, হাত দুটো বাঁকা। তার ওজন মাপা হয় তিন কেজি ৭শ’ গ্রাম। জন্মের পর থেকে শিশুটি অনেকটা অসুস্থ রয়েছে।
শাহজাহান হাওলাদার আরও জানান, চার বছর আগে তার মেয়ে রেহেনা আক্তারের সঙ্গে বিয়ে হয় মামুন হাওলাদারের। এটি তাদের প্রথম সন্তান। শিশুটির বাবা রাজধানীতে একটি রডের দোকানে কাজ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এইচএম জহিরুল ইসলাম জানান, অদ্ভুত আকৃতির জন্ম নেয়া এ শিশুটি হাইড্রসেফালাস রোগে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়া হয়েছে।