Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নেত্রকোনায় ২ নারীর ঝগড়ায় প্রাণ গেল বৃদ্ধার

নারী ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ১০:৩৪ AM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ১০:৩৪ AM

bdmorning Image Preview


নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় দুই নারীর ঝগড়ায় প্রাণ গেল আবলসের নেছা নামক ষাটোর্ধ্ব এক বৃদ্ধার। বুধবার (১০ অক্টোবর) বিকালে উপজেলার খালিয়াজুরি সরকার হাট গ্রামে ঘটনা ঘটে

স্থানীয় সূত্রে জানা যায়, গরুর সবজি গাছ খাওয়াকে কেন্দ্র করে গেদু মিয়ার স্ত্রী আবলসের নেছার সাথে প্রতিবেশী আজিজুলের স্ত্রী ইতি আক্তারের বিবাদ হয়

এরই এক পর্যায়ে ইতি আক্তারের হাতে থাকা বসার পিড়ি দিয়ে বৃদ্ধা আবলসের নেছার মাথায় আঘাত করে এতে গুরুতর আহত হলে দ্রুত বাড়ির অন্যরা আহত বৃদ্ধাকে খালিয়াজুরি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

বিষয়ে খালিয়াজুরি থানার ওসি হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার প্রস্তুতি চলছে

Bootstrap Image Preview