Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিজেকেই বিয়ে করলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ১১:০১ AM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ১১:০১ AM

bdmorning Image Preview


অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লুলু জেমাইমা। বসবাস করেন উগান্ডায়। ৩২ বছরের এই নারী অদ্ভুত এক কাজ করেছেন। সবাইকে অবাক করে দিয়ে নিজেই নিজেকে বিয়ে করেছেন লুলু।

জানা যায়, গির্জায় গিয়ে, সমস্ত রীতি-নীতি মেনেই তিনি নিজেকে নিজে বিয়ে করেন। কেন এমন কাণ্ড করেছেন তিনি, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

মেধাবী শিক্ষার্থী লুলু বলেনআমার বাবা এবং মা আমাকে বিয়ে করার জন্য খুব চাপ দিচ্ছিল। আমার যখন ১৬ বছর বয়সতখন আমার বাবা একটি কাগজে লিখে দেন বিয়ের আসরে আমার কী বলা উচিত।

তারপরে থেকে তার প্রতিবারের জন্মদিনে একই কথা জিজ্ঞাসা করা হয় যে তুমি কবে বিয়ে করবে?‌ এ দিকে আমি এখনও পড়াশোনা করতে চাই। বিয়ে করার কোনও ইচ্ছে আমার নেই বলে জানান তিনি।

নকল বিয়ের এই আসরে কনের মতো সেজেগুজে এসেছিলেন লুলু। পরে ছিলেন কনের সাদা গাউন। যাজকের সামনে বিয়ের শপথও নেন। তবে এই বিয়েতে লুলুর অনেক আত্মীয় এবং বন্ধু হাজির ছিলেন।

Bootstrap Image Preview