রাজধানীর মোহাম্মদপুর ‘বাইকার শপ’ নামে একটি মোটরসাইকেলের গ্যারেজে বিস্ফোরণে ৫ জন দগ্ধ হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে।
বুধবার (১০ অক্টোবার) মোহাম্মদপুরের তাজমহল রোডে এ ঘটনা ঘটে।
এই বিস্ফোরণে দগ্ধরা হলেন- গ্যারেজের কর্মচারী আরিফুল ইসলাম (২৫) ও মিন্টু (৫০)। অন্য তিনজন হলেন, আবুল কাশেম (৩৫), রবিউল হাসান পনিক (২২) ও আহসানুল হক রিপন (৩৫)।
দগ্ধ আরিফুল ইসলাম জানান, গ্যারেজের ভেতরেই কাজ করছিলেন তারা। এ সময় হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে।
পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। তবে কেন বিস্ফোরণ ঘটেছে তা জানাতে পারেনি কেউ।
দগ্ধ রবিউল হাসান পনিক পিপলস ইউনিভার্সিটি থেকে অনার্স শেষ করেছেন। আর রিপন একটি কম্পিউটার প্রকৌশলী। আবুল কাশেমসহ তারা তিনজন মোটরসাইকেলের কাজ করানোর জন্য ওই গ্যারেজে যান।
বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক বলেন, দগ্ধদের সবারই হাত, মুখ, গলাসহ শরীরের বেশ কিছু অংশ দগ্ধ হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, ‘গ্যারেজে আগুন লেগে পাঁচজন জন দগ্ধ হয়েছে বলে শুনেছি। তবে কিসে থেকে আগুন বা বিস্ফোরণ তা এখনো শুনিনি। বিস্তারিত জানার জন্য হাসপাতাল ও ওই গ্যারেজে পুলিশ পাঠানো হয়েছে।’