Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে প্রশ্নফাঁস চক্রের ৫ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ১২:২২ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০৩:১৬ PM

bdmorning Image Preview


মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি’র অর্গানাইজড ক্রাইম ইউনিট।

বুধবার (১০ অক্টোবার) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার সকালে সিআইডির সহকারী বিশেষ পুলিশ সুপার শারমিন জাহান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের একটি টিম রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের পাঁচজনকে আটক করা হয়েছে।

তিনি আরো জানিয়েছেন, আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর মালিবাগ এলাকায় অবস্থিত সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

তিবি জাহান  বলেন, গ্রেফতাররা চলতি বছরে অনুষ্ঠিত হয়ে যাওয়া মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী। তারা বিভিন্ন জনকে প্রশ্নপত্র দিয়ে টাকা নিয়েছে। তারা এ প্রশ্নপত্র দিয়ে বিভিন্নভাবে প্রতারণাও করতো।

উল্লেখ্য, গত সপ্তাহে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নফাঁস চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে প্রশ্ন সংগ্রহকারী আরো ছয়জনকেও গ্রেফতার করা হয়েছিলো।

Bootstrap Image Preview