Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গোদাগাড়ীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

আব্দুল বাতেন, গোদাগাড়ী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ১২:৪৫ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ১২:৪৫ PM

bdmorning Image Preview


রাজশাহীর গোদাগাড়ীতে বাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০-২৫ জন আহত হয়েছে।

এই ঘটনার কারো নিহতের খবর পাওয়া যায় নি। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে গোদাগাড়ী মডেল থানার এসআই সিহাবুল ইসলাম জানান।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কামারপারা বাঁকে ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। 

জানা যায়, রাজশাহীগামী মৌসুমি পরিবহন ও চাঁপাই নবাবগঞ্জগামী মিনি ট্রাক যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসে মুখোমুখি হয়। এতে ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে যায়। ট্রাকের ড্রাইভারকে আশংখাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে যাত্রীবাহী বাসের প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। তবে বড় কোন দূর্ঘটনার ঘটেনি বলে জানা যায়।

গোদাগাড়ী মডেল থানার এসআই সিহাবুল ইসলাম জানান, ঘটনাস্থলে বাস ও ট্রাক উদ্ধারের কাজ চলমান আছে। সব কিছু আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Bootstrap Image Preview