দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, তিতলি নিয়ে কোনো শঙ্কা নেই, তার পরও আমরা প্রস্তুত। এরপরও যদি আঘাত হেনে বসে, সেক্ষেত্রে আমরা বেশ কিছু প্রস্তুতি রেখেছি।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) সচিবালয়ে ঘূর্ণিঝড় তিতলি উপলক্ষে সার্বিক পরিস্থিতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তিনি।
মন্ত্রী জানান, প্রস্তুতির অংশ হিসেবে উপকূলীয় জেলাগুলোতে স্থাপন করা হয়েছে কন্ট্রোলরুম, মজুদ রয়েছে পর্যাপ্ত খাদ্য।
ত্রাণমন্ত্রী বলেন, দুর্যোগপ্রবণ ১৯টি জেলায় প্রতিদিন সংশ্লিষ্টদের নিয়ে মিটিং হচ্ছে। জেলা প্রশাসকের মাধ্যমে ১৯ জেলার রাজনৈতিক নেতাকর্মীদের মাধ্যমে ইতোমধ্যে দেশের সাইক্লোন সেন্টার, স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলো প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় তিতলি যদি আঘাত করেও সেক্ষেত্রে তা মোকাবেলার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ১০৯০ নম্বরের মাধ্যমে সার্বক্ষণিক আবহাওয়া বার্তা দেওয়া হচ্ছে। গভীর সমুদ্রে যেসব মাঝি মাছ ধরতে গেছে তারা যাতে আবহাওয়া বার্তা সহজে পায় তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে গভীর সমুদ্রে যেসব মাঝি মাছ ধরতে গেছে তারা নিরাপদে ফিরে আসতে শুরু করেছে।
অন্যদিকে আবহাওয়া অধিদফতর বলছে, ঘূর্ণিঝড় তিতলি বৃহস্পতিবার ভোরে ভারতের উডিষ্যা রাজ্যের গোপালপুরে আঘাত হানলেও তা পুরো শক্তি নিয়ে বাংলাদেশে আসার আশঙ্কা নেই। বরং নিম্নচাপ আকারে আসবে। ফলে উপকূলীয়সহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিতে হতে পারে।