Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মরণোত্তর চক্ষু দান করবেন আরিফিন শুভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০৩:০৮ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০৩:০৮ PM

bdmorning Image Preview


নিজের চোখ দিয়ে অন্যকে পৃথিবী দেখাতে চান চিত্রনায়ক আরিফিন শুভ। আর তাই মরণোত্তর চক্ষু দানের সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা। এরইমধ্যে কয়েকটি ফাউন্ডেশনের সঙ্গে কথা বলেছেন তিনি।

এ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, অন্ধত্বের মতো দূর্ভাগ্যের কিছু নেই। মৃত্যুর পর আমাদের শরীরটারই প্রয়োজন নেই। কিন্তু সেটা অন্য একজন মানুষের জীবন বদলে দিতে পারে। এজন্য মৃত্যুর পর আমার চোখ দান করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরো বলেন, ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল চোখ দান করার। যখন স্কুলে পড়ি তখন থেকে আমি চেয়েছি আমার চোখ দিয়ে যেন কেউ একজন পৃথিবীর আলো দেখতে পায়। তাই আমি অন্যকে পৃথিবী দেখাতে নিজের চোখ মরণোত্তর দান করবই ইনশাআল্লাহ।

আমাদের দেশে নিজের অঙ্গদানের প্রথা সেভাবে নেই বললেই চলে। তবে শুভ চান মৃত্যুর পর কেউ যেন তার চোখ ব্যবহার করতে পারে। আর তাই খুব শীঘ্রই এ বিষয়ে খোঁজ নিয়ে সব ঠিক করবেন এই অভিনেতা।

Bootstrap Image Preview