মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভায় ৩২৯ টি অসহায় ও হতদরিদ্র পরিবার ঘর পাচ্ছে। ২০১৭-১৮ অর্থ বছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ প্রকল্পের অধিনে ‘যার জমি আছে ঘর নেই’ এমন দরিদ্র পরিবারের জন্য ঘরগুলো নির্মাণ কাজ চলমান আছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মতলব উত্তরে দরিদ্র পরিবারের জন্য এ প্রকল্পের আওতায় মোট ৪৭০ টি ঘর নির্মাণ করা হবে। এরমধ্যে এখলাছপুর ইউনিয়নে ১৪১ টি ও ছেঙ্গারচর পৌরসভায় নির্মাণ হচ্ছে ৩২৯ টি ঘর। ছেঙ্গারচর পৌরসভার ৩২৯ টি ঘরের মধ্যে ১৯ টি ঘর ভিটি পাকাকরণ ও টয়লেট নির্মাণসহ সম্পূর্ণ শেষ হয়েছে। ৩১০ টি ঘর নির্মাণ কাজ শেষ হয়েছে। তবে ভিটি পাকাকরণ ও টয়লেট নির্মাণ কাজ চলমান রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, ছেঙ্গারচর পৌরসভায় মোট ৩২৯ টি ঘর নির্মাণ হবে। ঘরগুলো নির্মাণ শেষ হলেই পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। এখনো কিছু ঘরের ভিটি পাকা ও টয়লেট নির্মাণ কাজ বাকী আছে। আশা করি দ্রুত এ কাজ শেষ হয়ে যাবে।