Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আগামী মেরিটাইম সম্মেলন দুবাইয়ে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০৯:০৮ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০৯:০৮ PM

bdmorning Image Preview
সম্মেলনের উদ্বোধনী সেশন


সাউথ এশিয়ান মেরিটাইম এন্ড লজিস্টিক্স ফোরামের তৃতীয় সম্মেলন আগামী বছর ২০১৯ সালে দুবাইয়ে অনুষ্ঠিত হবে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ আজ ঢাকায় লা মেরিডিয়ান হোটেলে ফোরামের দ্বিতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ অক্টোবর ফোরামের দ্বিতীয় সম্মেলন উদ্বোধন করেন। বাংলাদেশের নৌপরিবহন সেক্টরের শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়িদের আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে মেরিটাইম ও লজিস্টিক্স খাতের বর্তমান অবস্থা ও ট্রেড সম্পর্কে আরো বেশি অবহিতকরণ, নৌপরিবহন খাতের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ আকৃষ্ট এবং নতুন প্রযুক্তির উদ্ভাবন করতে ৯-১০ অক্টোবর ঢাকায় হোটেল লা মেরিডিয়ানে ‘সাউথ এশিয়া মেরিটাইম এন্ড লজিস্টিক্স ফোরাম ২০১৮’ এর দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

দুই দিনব্যাপী এ ফোরামের বিভিন্ন সেশনে বাংলাদেশে নৌপরিবহন সেক্টরের উন্নয়ন এবং এতে বিনিয়োগের সম্ভাবনা, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্যের বাধাসমূহ এবং এর সমাধান, ক্রমবর্ধমান চাহিদা পূরণে দক্ষিণ এশীয় বন্দরসমূহের উন্নয়নের প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা ছাড়াও ড্রেজিং, শিপ বিল্ডিং এবং বাঙ্কারিংসহ নৌখাতের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশে এ সেক্টরের কোন কোন বিষয়ে বিকাশের সুযোগ রয়েছে সে বিষয়গুলো উপলদ্ধি করাসহ আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধির সুযোগ সৃষ্টি এবং নৌপরিবহন খাতে বঙ্গোপসাগরীয় অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ফলে কোন বিষয়ে এক দেশের সীমাবদ্ধতা অন্য দেশের সহজলভ্যতার সাথে ভাগাভাগির মাধ্যমে এ শিল্প বাণিজ্যের সুষম বিকাশে সহায়ক হবে সেসব বিষয়ে আলোচনা হয়।

৯ অক্টোবর বিকেলে উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধায় ‘ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইন মেরিটাইম সেক্টর অব বাংলাদেশ’ শীর্ষক প্লেনারী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এম.পি। প্লেনারী সেশনে সভাপতিত্ব করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো: আবদুস সামাদ।

সম্মেলনের দ্বিতীয় দিন ১০ অক্টোবর চারটি বিজনেস সেশন এবং ভেলিডিকটরি সেশন অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্যারালাল সেশনও চলে। ‘পোর্টস এন্ড টার্মিনালস ট্র্যাকঃ পোর্ট ইনফ্রাস্ট্রাকচার ইন সাউথ এশিয়া, এক্সপান্ডিং এন্ড আপগ্রেডিং প্রজেক্টস, ক্যাপাসিটিজ এন্ড অপারেশনাল ইফিসিয়েন্সি’ শীর্ষক প্রথম বিজনেস সেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। “লজিস্টিক্স এন্ড ডিস্ট্রিবিউশন ট্র্যাকঃ কার্গো ট্রান্সপোর্টেশন, ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট, রেল এন্ড রোড কানেকসন্স, কোস্টাল শিপিং এন্ড ট্রানশিপমেন্ট, এয়ারফ্রেইট এন্ড ই-কমার্স” শীর্ষক দ্বিতীয় বিজনেস সেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী।

“মেরিটাইম এ্যালাইড ইনফ্রাস্ট্রাকচারঃ ড্রেজিং, শিপবিল্ডিং এন্ড বাঙ্কারিং” শীর্ষক তৃতীয় বিজনেস সেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এম.পি। “পলিসি ট্র্যাকঃ বেরিয়ার্স টু ইন্ট্রা রিজিওনাল ট্রেড ইন সাউথ এশিয়া এন্ড সলিউশনস’ শীর্ষক চতুর্থ বিজনেস সেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো: নজিবুর রহমান।

ভেলিডিকটরি সেশনে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো: আবদুস সামাদ বক্তব্য রাখেন। প্যারালাল সেশনে ‘‘হোয়াই উই নিড মোর উইমেন ইন মেরিটাইম এন্ড লজিস্টিক্সঃ এ বিজনেস কেইস’’ এবং ‘চ্যালেঞ্জেস অব ফ্রেইট ফরওয়ার্ডিং ইন সাউথ এশিয়া: সলিউশন্স’ বিষয়ে আলোচনা হয়। এছাড়া কটন/ইয়ার্ন বায়ার সেলারদের আলোচনা পর্ব ছিল।

উল্লেখ্য, ফোরামের প্রথম সম্মেলন গত বছর মুম্বাইতে অনুষ্ঠিত হয়।

Bootstrap Image Preview