হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘স্পর্শকাতর’ এলাকায় ঢুকে সেলফি তোলার সময় গোয়েন্দাদের হাতে ধরা পড়েছেন চার পুলিশ সদস্য।
আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে বিমানবন্দরের কার্গো হাউজ এলাকায় বিশেষ একটি গোয়েন্দা সংস্থার হাতে ধরা পড়েন তারা। পুলিশ সদস্যরা হলেন, সহকারী উপপরিদর্শক (এএসআই ) সারকুল, নায়েক সজীব এবং কনস্টেবল হান্নান ও সুজন।
জানা গেছে, ওই চার সদস্য পুলিশ সদরদপ্তরে কর্মরত।
বিমানবন্দর সূত্র জানায়, বিদেশ থেকে আসা কিছু অস্ত্র ও গুলি খালাসের জন্য বিমানবন্দরে আসেন ওই চারজনসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য। দুপুর সশস্ত্র অবস্থায় ওই চারজন বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ঢুকে সেলফি তুলছিলেন।
একপর্যায়ে বিশেষ একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা তাদের কাছে অনধিকার প্রবেশের কারণ জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি তারা। পরে তাদের অ্যাভিয়েশন সিকিউরিটি ফোর্সের (এফসেক) কাছে হস্তান্তর করা হয়। এফসেক ওই চারজনকে এয়ারপোর্ট আর্মস পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) কাছে হস্তান্তর করে। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে মৌখিকভাবে সর্তক করে ছেড়ে দেওয়া হয় ওই চারজনকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এফসেক উইং কমান্ডার নুরে আলম সিদ্দিক বলেন, বিমানবন্দরের স্পর্শকাতর এলাকায় অনধিকার প্রবেশের অভিযোগে ওই চারজনকে ধরা হয়। পরে তাদের এপিবিএন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে।