Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ০৯:৩৫ AM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ০৯:৩৫ AM

bdmorning Image Preview


চট্টগ্রামে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অসীম রায় বাবু নামে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি একজন মাদকবিক্রেতা বলে দাবি র‍্যাবের।

বৃহস্পতিবার দিবাহত রাতে নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর রেলক্রসিং এলাকায় রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।এ ঘটনায় র‍্যাবের ২ সদস্য আহত হয়েছেন।

নিহত অসীম রায়ের স্থায়ী ঠিকানা বাঁশখালীর পূর্ব চাম্বল গ্রামে। বর্তমানে তিনি নাজিরপাড়ার তুলা ফ্যাক্টরি রোডের এসকে ম্যানশনে থাকতেন।

র‌্যাব-৭ চট্টগ্রামের এএসপি কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, মাদকবিক্রেতারা মুরাদপুর এলাকা দিয়ে আসছে, এমন খবর পেয়ে র‌্যাব ওই এলাকায় তল্লাশি অভিযান চালায়।

‘সেই সময় মুরাদপুর থেকে অক্সিজেন মোড়ের দিকে আসতে থাকা নীল রঙের একটি ব্যক্তিগত গাড়িকে থামার সংকেত দেয় র‍্যাব। সংকেত পেয়ে গাড়ি থেকে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে র‌্যাবের চার সদস্য আহত হন। জবাবে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।’

তারেক আজিজ বলেন, একপর্যায়ে গাড়িতে থাকা কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন। গোলাগুলির ঘটনার পর ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে র‍্যাব। পরে লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।

Bootstrap Image Preview